সময়ের সবচেয়ে দামি ফুটবলার তিনি। চোখ কপালে তোলা ৩০০ মিলিয়ন ইউরো সাইনিং বোনাসে কিলিয়ান এমবাপ্পেকে ধরে রেখেছে পিএসজি। বেতন পাবেন বছরে ৫০ মিলিয়ন ইউরো। দামি এই ফুটবলার ভালোবাসেন বাস্কেটবলও।
বিজ্ঞাপন
এমবাপ্পের কম্পানি জেব্রা ভেলি কয়েক বছরের জন্য চুক্তি করেছে বিশ্বের সবচেয়ে দামি এই লিগের সঙ্গে। ফুটবল ভক্তরা তাতে এনবিএ নিয়ে আগ্রহী হবেন বলে বিশ্বাস তাঁর। গতকাল ড্রাফটের আগে এমবাপ্পে জানান, ‘ফুটবল আর এনবিএ ভক্তদের মেলবন্ধনে এই চুক্তি কার্যকর হবে। একে অন্যের অভিজ্ঞতা বিনিময় হবে আর আবেদন বাড়বে বিশ্বজুড়ে। খেলাটা আমার ভীষণ প্রিয়। ’ মার্কা