রাগবি সেভেনসের দুটি ম্যাচের পর ‘ফিফটিন এ সাইড’ ম্যাচেও নেপালকে হারিয়েছে বাংলাদেশ। গতকাল আর্মি স্টেডিয়ামে ৩১-৭ পয়েন্টে জয় তুলে নেয় স্বাগতিকরা। ‘সেভেন এ সাইড’-এ নেপাল অবশ্য কোনো পয়েন্টই পায়নি। দেশের মাটিতে রাগবির প্রথম আন্তর্জাতিক সিরিজে তাই তিনে তিন বাংলাদেশের।
বিজ্ঞাপন