kalerkantho

মঙ্গলবার । ৫ জুলাই ২০২২ । ২১ আষাঢ় ১৪২৯ । ৫ জিলহজ ১৪৪৩

দর্শকদের কথা ভেবেই...

২৩ জুন, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেক্রীড়া প্রতিবেদক : যাত্রার পর থেকে বাংলাদেশ ক্রিকেট দলের এমন কোনো সিরিজ ছিল না, যেটি প্রচার করেনি টি স্পোর্টস। অথচ দেশের প্রথম ও একমাত্র সেই স্পোর্টস চ্যানেলেই কিনা দেখা যায়নি ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের প্রথম টেস্ট। তবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের আন্তরিক প্রচেষ্টায় সম্প্রচার জটিলতার অবসান ঘটিয়ে দ্বিতীয় টেস্ট থেকে শুরু করে বাকি সব খেলাই দেখাতে চলেছে টি-স্পোর্টস।

দেশের ক্রিকেটপাগল দর্শকদের মতো অ্যান্টিগা টেস্ট টিভিতে দেখতে না পেরে হতাশ ছিলেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানও।

বিজ্ঞাপন

সেই দর্শকদের কথা ভেবেই খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘আমরা খেলাধুলার উন্নয়ন ও প্রসারে বরাবরই ভূমিকা রাখার চেষ্টা করেছি। বেশ কয়েকটি পেশাদার ক্লাব চালানোর পাশাপাশি আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির নানা পদক্ষেপও নিয়েছি। টি স্পোর্টস তৈরির  কারণই হলো এ দেশের মানুষের কাছে ক্রীড়া বিশ্বের সব খেলা পৌঁছে দেওয়া। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচ টিভিতে দেখতে না পেরে সবার মতো হতাশ হয়েছিলাম আমিও। তবে এখন আর কোনো সমস্যা নেই। ’ অবশ্য টি স্পোর্টস শুধু খেলাই দেখাবে না, প্রতি ম্যাচের আগে এবং মাঝবিরতিতে বিশ্লেষণধর্মী শোও সম্প্রচার করবে।সাতদিনের সেরা