তিনি ‘এশিয়ার ডন ব্র্যাডম্যান’। উপমহাদেশের একমাত্র ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক শর বেশি সেঞ্চুরি আছে জহির আব্বাসের। পাকিস্তানের এই কিংবদন্তি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ৭৪ বছর বয়সী সাবেক এই অধিনায়ককে ভর্তি করা হয়েছে লন্ডনের একটি হাসপাতালে।
বিজ্ঞাপন
দুবাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছিলেন। কিন্তু লন্ডনে পৌঁছে আক্রান্ত হন নিউমোনিয়ায়। ব্যথা শুরু হয়েছে কিডনিতেও। এ জন্য তাঁকে রাখা হয়েছে আইসিইউতে। জহির আব্বাসের সুস্থতা কামনা করে পাকিস্তানি সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস টুইট করেছেন, ‘দ্রুত সেরে উঠুন জহির ভাই। আপনি আমাদের সম্পদ। ’ ১৯৬৯ সালে পাকিস্তানের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা জহির আব্বাস ৭২ টেস্টে ৫০৬২ রান আর ৬২ ওয়ানডেতে করেছেন ২৫৭২ রান। ক্রিকইনফো