উয়েফা কনফারেন্স লিগের প্রথম আসরের শিরোপা জিতেছে রোমা। তিরানার ফাইনালে ইতালিয়ান জায়ান্টরা ১-০ গোলে হারিয়েছে ফায়েনুরডকে। নিকোলো জানিলোর একমাত্র গোলে ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথমবার শিরোপা উত্সবে মাতোয়ারা রোমা। যেকোনো প্রতিযোগিতায় গত ১৪ বছরে তাদের এটা প্রথম শিরোপা।
বিজ্ঞাপন
ইতালিয়ান ক্লাবটির সঙ্গে নতুন ইতিহাস রচনা করেছেন মরিনহো নিজেও। ইউরোপিয়ান প্রতিযোগিতায় সব কটি শিরোপা জেতার। চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ, উয়েফা সুপার লিগের পর কনফারেন্স লিগ-উয়েফার চলমান সব কটি প্রতিযোগিতায় শিরোপাজয়ী প্রথম কোচ মরিনহো! পোর্তো, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেডের পর রোমাভিন্ন চারটি ক্লাবকে পাঁচটি ইউরোপিয়ান ফাইনালে নিয়ে প্রতিবারই শিরোপায় চুমু এঁকেছেন এই পর্তুগিজ কোচ। মহাদেশীয় আসরে পাঁচটি শিরোপা জয়ের অনন্য এই কীর্তি আর আছে শুধু জিওভান্নি ত্রাপোত্তিনির। রোমাকে ইউরোপের তৃতীয় সারির ক্লাব টুর্নামেন্টের শিরোপা জিতেও তাই চোখের জলে ভেসেছেন মরিনহো! ছবি : এএফপি