kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

এমবাপ্পের চাওয়ায় নেইমারকে ছাড়ছে পিএসজি!

২৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেএমবাপ্পের চাওয়ায় নেইমারকে ছাড়ছে পিএসজি!

অবিশ্বাস্য পারিশ্রমিকের সঙ্গে পেয়েছেন প্রবল ক্ষমতা। সেটা কাজে লাগিয়ে কিলিয়ান এমবাপ্পে তিনটি প্রস্তাব দেন পিএসজিকে। তাঁর চাওয়ায় ক্রীড়া পরিচালক হিসেবে এরই মধ্যে বাদ দেওয়া হয়েছে ব্রাজিলের লিওনার্দোকে। কোচ মরিসিও পচেত্তিনোর জায়গায় এমবাপ্পের পছন্দ জিনেদিন জিদান।

বিজ্ঞাপন

পিএসজি প্রস্তাবও দিয়েছে জিদানকে। কিন্তু রাজি হননি ফ্রান্সের এই কিংবদন্তি। তাই পচেত্তিনোকে আর এক বছর রেখে পরের মৌসুমে পেপ গার্দিওলাকে পেতে চায় পিএসজি।

এমবাপ্পের তৃতীয় প্রস্তাবটা অবাক করেছে অনেককে। নেইমারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হলেও আগামী মৌসুমে তাঁকে চান না এই তরুণ! রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোয় পিএসজিতে আসা এই ব্রাজিলিয়ানের বদলে এমবাপ্পে চান বার্সার ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলেকে। গতকাল বিখ্যাত ফরাসি দৈনিক লেকিপ জানায়, ‘নেইমারকে নতুন মৌসুমে ছাড়তে চায় পিএসজি। এ জন্য ভালো প্রস্তাবের অপেক্ষায় তারা। ’

নেইমারের জন্য প্রস্তাব তো আসতে হবে? ডেইলি মেইলের অনুমান, ‘ম্যানচেস্টার সিটি, ম্যানইউ, চেলসির আগ্রহ নেই নেইমারকে নিয়ে। ’ মার্কা লিখেছে, ‘এমবাপ্পেকে না পেয়ে নেইমারের পেছনে ছুটবে না রিয়াল। ’ বদলে যাওয়া ফুটবল দুনিয়ায় শুধু নিউক্যাসলেরই সামর্থ্য আছে নেইমারের বিশাল অঙ্কের বেতন দেওয়ার। কিন্তু বিশ্বকাপের আগে নিউক্যাসলে আসার আগ্রহ নেই তাঁর। নেইমারের ঘনিষ্ঠ একজন লেকিপকে বলেছেন, ‘২০২৫ পর্যন্ত চুক্তি আছে আমাদের। চুক্তি থেকে নেইমার বের হয়ে আসবে কেন?’ এমবাপ্পে, মেসির মতো সতীর্থের সঙ্গে খেলেও গত মৌসুমে ২৮ ম্যাচে মাত্র ১৩ গোল নেইমারের। এমবাপ্পে সেখানে ৪৬ ম্যাচে করেছেন ৩৯ গোল। তবে নেইমারকে এখনো চান বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা, ‘নেইমারকে কে না পেতে চায়? তবে ওর এখনো চার-পাঁচ বছর চুক্তি আছে পিএসজির সঙ্গে। এমবাপ্পেকে তো অপহরণই করল পিএসজি, এটা দৃষ্টিকটু ছিল। ’

এমবাপ্পেকে না পেয়ে রিয়াল মাদ্রিদের পরের লক্ষ্য ফ্রান্সের আরেক ফুটবলার অরেলিয়ান চৌমেনি। বর্ষীয়ান কাসেমিরোর জায়গায় মোনাকোর ২২ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে পেতে ৮০ মিলিয়ন ইউরো খরচ করবে তারা। লিভারপুল প্রস্তাব দিলেও চৌমেনির পছন্দ রিয়াল মাদ্রিদ। তবে এখানেও পিএসজি আবারও স্বপ্ন ভাঙতে পারে রিয়ালের! তারাও চায় চৌমেনিকে। এমবাপ্পের সঙ্গে এই তরুণের দারুণ সম্পর্কটা কাজে লাগিয়ে শেষ পর্যন্ত চৌমেনির রিয়ালযাত্রাটা না আটকে দেয় পিএসজি! গোলসাতদিনের সেরা