kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

সাদও ছিটকে গেলেন

২৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : হেমন্ত ভিনসেন্টের পর জাতীয় দলের ক্যাম্প থেকে ছিটকে গেলেন সাদ উদ্দিন। পরশু অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছিলেন এই উইঙ্গার। রাতেই পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, মেনিসকাস (হাঁটুর ওপর-নিচের হাড়ের মাঝের নরম অংশ) ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর, লাগতে পারে অপারেশনও। তার মানে এশিয়ান কাপ বাছাইয়ে খেলা হচ্ছে না সাদেরও।

বিজ্ঞাপন

এর আগে ঊরুর পেশিতে চোট পেয়ে ক্যাম্প থেকে ছিটকে গেছেন হেমন্ত। সাদ, হেমন্ত দুজনই শেখ রাসেলের হয়ে এবারের লিগে বেশ ভালো ফর্মে ছিলেন। দুজনের এই ইনজুরিতে জাতীয় দলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হলো ক্লাবও। হাভিয়ের কাবরেরার ক্যাম্পে শুরু থেকেই বিপত্তি। গোলরক্ষক শহীদুল আলম চোটের কথা বলে যোগ দেননি। ওদিকে নাবিব নেওয়াজ দেরি করে আসায় তাঁকে ক্যাম্পেই উঠতে দেওয়া হয়নি। কাবরেরা পছন্দের ২০ জনের মধ্য থেকে তাই চারজনকেই পাননি। নাবিব ও হেমন্তের বিকল্প হিসেবে অবশ্য দুজন ডাক পেয়েছেন।সাতদিনের সেরা