কলকাতা থেকে প্রতিনিধি : গোকুলাম কেরালার কোচ ভিনসেঞ্জো আলবার্তো সংবাদ সম্মেলনে এসেই কিংসের ১০ নম্বরের কথা বলতে শুরু করেন। ইতালিয়ান কোচ তাঁর নামটাও মনে করতে পারেননি, শুধু মানে আছে ১০ নম্বরেই শেষ হয়ে গেছে কেরালার ভাগ্য।
কিংসের ১০ নম্বর যেন এই ইতালিয়ানের বুকে শেল বিঁধে দিয়েছে, ‘কিংসের ১০ নম্বরের কোয়ালিটি অন্য করম। ওয়ান টু ওয়ানে তাকে ধরে রাখা মুশকিল।
বিজ্ঞাপন
নিজের কথা নিজে না বললেও প্রতিপক্ষ কোচ বলে দিয়েছেন তাঁর অভাবনীয় ফুটবল সামর্থ্যের কথা। বাঁ দিক ধরে ঢুকে এই ব্রাজিলিয়ান বারবার তছনছ করে দিয়েছেন গোকুলাম কেরালার রক্ষণভাগ। শেষ পর্যন্ত তাঁর কাছেই অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে আই লিগ চাম্পিয়নদের। কিংস কোচ অস্কার ব্রুজোনও হাঁপ ছেড়ে বেঁচেছেন, ‘আমার শারীরিক অবস্থা আজ ভালো ছিল না। হূত্স্পন্দন বেড়ে গিয়েছিল। রবসনই আমাদের স্বপ্ন ধরে রেখেছে। সে আসলে পার্থক্য গড়ে দেওয়ার মতোই ফুটবলার। গুণে-মানে তার সঙ্গে প্রতিপক্ষের পেরে ওঠা কঠিন। ’ রবসন ম্যাচ বের করে দিয়ে নক আউটে যাওয়ার পথ খুলে রেখেছে। পরের ম্যাচের ফলের অপেক্ষায় থাকতে হবে। সেই ম্যাচে মাজিয়া জিতলে বা ড্র করলে বসুন্ধরা কিংস গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে যাবে। মোহনবাগান জিতলে সেই দুয়ার বন্ধ হয়ে যাবে ‘হেড টু হেডে’।