রাজস্থান রয়ালসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাট টাইটানস। ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ারে জস বাটলারের ৮৯ রানের বিধ্বংসী হাফসেঞ্চুরিতে রাজস্থানের করা ১৮৯ রান ১৯.৩ ওভারে ছাড়িয়ে গেছে গুজরাট। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে রাজস্থানের এখনো সুযোগ আছে ফাইনালে ওঠার। টিওআই
বিজ্ঞাপন