ক্রীড়া প্রতিবেদক : কুর্মিটোলা গলফ ক্লাবে গত ১৮ থেকে ২০ মে অনুষ্ঠিত হয়েছে ‘নগদ কাপ গলফ টুর্নামেন্ট’। ২০ মে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিন দিনের এই আসরে দেশি-বিদেশি মোট ৬৫০ জন গলফার অংশ নিয়েছেন।
টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম সিকদার উইনার, ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জেম হোসেন রানার আপ এবং মিসেস ফাতেমা মতিউর লেডিস উইনার হয়েছেন।
বিজ্ঞাপন