ড্রয়ে লা লিগার মৌসুম শেষ করল রিয়াল মাদ্রিদ। আগেই শিরোপা নিশ্চিত হওয়ায় এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ভাবনায় বেতিসের বিপক্ষে তারা খেলেছে অনেকটা প্রীতির মোড়কে। ম্যাচের ফলও স্বভাবত গোলশূন্য ড্র। ৮৬ পয়েন্ট নিয়ে লা লিগা শেষ করল চ্যাম্পিয়ন রিয়াল আর বেতিসের অবস্থান পাঁচে, অবশ্য আগামী মৌসুমে তাদের ইউরোপায় খেলা নিশ্চিত।
বিজ্ঞাপন