টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটপ্রেমীদের আনন্দ জুগিয়েছে এক মাস। সনি র্যাংগস-কালের কণ্ঠ টি-২০ বিশ্বকাপ ক্রিকেট কুইজ সেই আনন্দ বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। গতকাল শনিবার ড্র অনুষ্ঠানে ছিল উত্তরপত্রের স্তূপ। কালের কণ্ঠ সম্পাদক শাহেদ মুহাম্মদ আলীর উপস্থিতিতে অনুষ্ঠিত ড্রতে প্রথম পুরস্কার র্যাংগস ৪০ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন মতিঝিলের নাজমুল।
বিজ্ঞাপন