যেন মেগাসিরিয়াল! পরতে পরতে বাঁক আর উত্তেজনা। সব গুঞ্জন শেষে রিয়াল নয়, পিএসজিকেই বেছে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। গতকাল ফ্রান্সের লেকিপ, স্পেনের মার্কা সহ বেশিরভাগ গনমাধ্যমেরই খবর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ফরাসি তারকা, পিএসজিতেই নতুন করে ৩ বছরের চুক্তি করতে যাচ্ছেন তিনি।
পেরেজ নাকি বেতিসের সঙ্গে ড্রর পর ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের বলেছেনও, এমবাপ্পে রিয়ালে আসছেন না! তা ছাড়া জিনেদিন জিদান কোচ হতে পারেন পিএসজির।
বিজ্ঞাপন
ইউরো স্পোর্ত আবার জানাচ্ছে, চুক্তি নবায়নের জন্য পিএসজি এমবাপ্পেকে দেবে ৩০০ মিলিয়ন ইউরো! অথচ রিয়ালের প্রস্তাব ছিল ১০০ মিলিয়ন ইউরো। মার্কা