বিরাট কোহলির ব্যাটের হাসি ফিরল শেষ ম্যাচে। এবারের আইপিএলে তিনটি গোল্ডেন ডাক মারা কোহলি পরশু খেলেন ৭৩ রানের ঝলমলে ইনিংস। তাঁর ছন্দে ফেরা ওই হাফসেঞ্চুরিতে শীর্ষে থাকা গুজরাটকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফের আশাও বাঁচিয়ে রেখেছে বেঙ্গালুরু। কোহলিদের ভাগ্য অবশ্য নির্ভর করছে আগামীকাল মুম্বাই-দিল্লির ম্যাচের ফলের ওপর।
বিজ্ঞাপন