ফাইনালে রেঞ্জার্সকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে ১৯৮০ সালের পর ইউরোপা চ্যাম্পিয়ন ফ্রাংকফুর্ট। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে সমতা ছিল ১-১ গোলে। টাইব্রেকারে অ্যারন রামসির শট রুখে দেন গোলরক্ষক কেভিন ট্রাপ। এর পর থেকেই উৎসব চলছে ফ্রাংকফুর্ট শহরজুড়ে।
বিজ্ঞাপন