দেশে প্রথমবারের মতো হলো পেশাদার বক্সিংয়ের আন্তর্জাতিক আসর ‘সাউথ এশিয়ান প্রো বক্সিং ফাইট নাইট’। মিরপুর ইনডোর স্টেডিয়ামে তিনটি আন্তর্জাতিক বাউটসহ মোট ৭টি বাউট হয়েছে গতকাল রাতে। স্থানীয়দের প্রথম তিনটি বাউটে জিতেছেন আমিনুল ইসলাম, জাহিদুল ইসলাম ও মোহাম্মদ উৎসব।
বিজ্ঞাপন