kalerkantho

সোমবার । ২৭ জুন ২০২২ । ১৩ আষাঢ় ১৪২৯ । ২৬ জিলকদ ১৪৪৩

বোনাস

১৯ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবোনাস

আন্তোনিও কন্তে দায়িত্ব নেওয়ার সময় টটেনহাম ছিল লিগের ৯ নম্বরে। সেই তারা এখন চ্যাম্পিয়নস লিগের দুয়ারে। শেষ ম্যাচে নরউইচের সঙ্গে ড্র করলেই টিকিট পাবে মর্যাদার টুর্নামেন্টটির। সেটা পারলে ২.৫ মিলিয়ন পাউন্ড বোনাস পকেটে পুরবেন কন্তে।

বিজ্ঞাপন

অবশ্য আগামী মৌসুমে টটেনহাম ছাড়ার গুজবও রয়েছে তাঁকে ঘিরে। টাইমসসাতদিনের সেরা