ক্রীড়া প্রতিবেদক : কোয়ালিফিকেশন রাউন্ডে বেশ কিছুদিন ধরেই প্রত্যাশিত স্কোর হচ্ছে না রোমান সানার। কোরিয়ায় আর্চারি বিশ্বকাপেও বেশ বাজে করেছেন। ৬৩৪ স্কোর করে ৬৪ জন আর্চারের মধ্যে ৫০তম হয়েছেন দেশসেরা এই আর্চার। তিনজনের মধ্যে আব্দুল হাকিম কিছুটা এগিয়ে।
বিজ্ঞাপন
কোরিয়ায় মেয়েদের স্কোরও প্রত্যাশিত নয়। তার মধ্যেও দিয়া সিদ্দিকী ৬২৩ করে ২১তম হয়েছেন। বাংলাদেশ থেকে মোট চারজন্য অংশ নিচ্ছেন এ আসরে। মেয়েদের মধ্যে এক দিয়া। ফলে মেয়েদের দলগত ইভেন্টে থাকছে না বাংলাদেশ। দলগতভাবে ছেলেদের অবস্থান ১৬তম। এলিমিনেশন রাউন্ডে খেলবে মোট ১৮টি দল। মিশ্র ইভেন্টে খেলবেন হাকিম-দিয়া। তাঁদের অবস্থান ১৭তম ২০ জুটির মধ্যে।
আজ দলগত নক আউট রাউন্ডে নামবে ছেলেরা। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তারা কোয়ালিফিকেশনে বাংলাদেশের এক ধাপ নিচে, অর্থাৎ ১৭তম হয়েছে। রিকার্ভের ব্যক্তিগত ও মিশ্র ইভেন্টের নক আউট লড়াই আগামীকাল থেকে।