ক্রীড়া প্রতিবেদক : রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে ৩ জুন বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনের মিলনমেলা খ্যাত কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। ২০২১ সালে বিভিন্ন খেলায় সেরা পারফরমারদের পুরস্কৃত করা হবে এদিন। বর্ষসেরা ক্রীড়াবিদের সেরা তিনে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, তপু বর্মণ ও দিয়া সিদ্দিকী। এ বছর সব মিলিয়ে পুরস্কার দেওয়া হবে ১৬টি বিভাগে।
বিজ্ঞাপন