ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের রিপোর্টিং ছিল সোমবার। আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ গতকাল দুপুরে ক্যাম্পে এলে তাঁকে আর ঢুকতে দেওয়া হয়নি। নাবিব হোটেলের লবিতে অনেকক্ষণ অপেক্ষা করে শেষ পর্যন্ত ফিরে গেছেন। হাভিয়ের কাবরেরা এর মধ্যে নাবিবের বিকল্প হিসেবে সাইফ স্পোর্টিংয়ের ফরোয়ার্ড সাজ্জাদ হোসেনকে দলে ডেকেছেন।
বিজ্ঞাপন
নাবিব বগুড়া থেকে এসে বিমর্ষ মনে আবার বাড়ির পথ ধরেছেন। পুরো ব্যাপারটাই ভুল-বোঝাবুঝি বলে তাঁর মত, ‘রিপোর্টিংয়ের জন্য বাফুফে থেকে সব সময় ফোন দেওয়া হয়। আমি তাই নিজে থেকে আর কোনো খোঁজ নিইনি। সোমবার রাতে হঠাৎ ম্যানেজার ইকবাল ভাইয়ের কাছ থেকে কল পেয়ে জানতে পারি সেদিনই রিপোর্টিং ছিল। বাফুফে থেকেও নাকি আমাকে ফোন দেওয়া হয়েছিল, কিন্তু আমাকে পায়নি। যা হোক, ইকবাল ভাইয়ের ফোন পেয়ে তখনই রওনা দিই। কিন্তু আমাকে ক্যাম্পে উঠতে দেওয়া হলো না। ’ ম্যানেজার ইকবাল জানিয়েছেন, ‘শৃঙ্খলার ব্যাপারে কাবরেরা কড়াকড়ি বলেই নাবিবকে তিনি উঠতে দেননি। ’ নাবিব মনে করছেন সিনিয়র খেলোয়াড় হিসেবে এবং আগে শৃঙ্খলাভঙ্গের কোনো রেকর্ড না থাকায় তাঁকে একটু সুযোগ দেওয়াই যেত। উল্টো বাফুফে থেকে কাল তাঁকে কারণ দর্শানোর চিঠি ধরিয়ে দেওয়া হয়।