kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

বিশ্বকাপ প্রস্তুতিতে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ

১৮ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে সাত-আট দিনের প্রস্তুতি শিবির নির্ধারিত হয়ে আছে আগে থেকেই। সেটি শেষ করেই বাংলাদেশ দলকে আবার ছুটতে হবে নিউজিল্যান্ডে। কারণ অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপের আগে সেখানেই একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলা চূড়ান্ত হয়েছে।

ক্রাইস্টচার্চে ৭ অথবা ৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আসর দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি শেষ করবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে আসরের তৃতীয় দল পাকিস্তান হওয়ার সম্ভাবনাই বেশি বলে গতকাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস, ‘তৃতীয় দল কারা, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে খুব সম্ভব সেই দলটি হবে পাকিস্তান। ’ বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হচ্ছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই। সেখানে তিনটি টি-টোয়েন্টি আছে। সমানসংখ্যক ম্যাচ আছে জিম্বাবুয়ে সফরেও। তা ছাড়া টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ তো আছেই। গত বিশ্বকাপের ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার মিশনে এবার বাংলাদেশের প্রস্তুতি শেষ হবে আদর্শ কন্ডিশনেই, নিউজিল্যান্ডে।সাতদিনের সেরা