ক্রীড়া প্রতিবেদক : মুস্তাফিজুর রহমান কিংবা রুবেল হোসেনের মতো সমস্যা ধরা পড়েনি তাঁর। কাঁধের সংযোগস্থলে কোনো সমস্যা ধরা না পড়ায় অস্ত্রোপচার ছাড়াই ইংল্যান্ড থেকে দেশে ফিরতে পেরেছেন তাসকিন আহমেদ। তাই বলে অবস্থা শিগগির মাঠে নেমে পড়ার মতোও নয়। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী যেমন বলেছেন, তাসকিনের ক্ষেত্রে ‘রক্ষণশীল’ চোট ব্যবস্থাপনায় যাচ্ছেন তাঁরা।
বিজ্ঞাপন
সে ক্ষেত্রে মাঠে ফিরতে লাগতে পারে ‘চার-ছয় সপ্তাহও’। অর্থাৎ জুনের মাঝামাঝি ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজেও অনিশ্চিত হয়ে গেলেন এই ফাস্ট বোলার। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট শুরু ১৬ জুন। যদিও দেবাশীষ এখনই টেস্ট খেলার সম্ভাবনা বাতিল করে দিলেন না, ‘এখনই বলা সম্ভব নয় যে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলছে না তাসকিন। আমরা দুই সপ্তাহ পর আবার ওর অবস্থা পর্যালোচনা করে দেখব। ’