ক্রীড়া প্রতিবেদক : প্রায় এক যুগ পর অ্যাথলেটিকসে যুক্ত হলো বিদেশি কোচের নাম। তিন মাসের চুক্তিতে কাল ঢাকায় এসেছেন ভারতীয় কোচ ভেনকান্না গ্যাংকর। ফেডারেশনে কিছু সময় থেকেই চলে যান তিনি বিকেএসপিতে। ভারতীয় শীর্ষ হাইজাম্পারদের নিয়ে কাজ করা এই কোচ বাংলাদেশের হাইজাম্পারদের নিয়েই বেশি কাজ করবেন।
বিজ্ঞাপন