ক্রীড়া প্রতিবেদক : টানা খেলার মধ্যে আছেন আর্চাররা। গত তিন মাসের মধ্যে টানা চতুর্থ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তাঁরা। এবার আবার বিশ্বকাপ, আর এবারের গন্তব্য কোরিয়া। গত মাসেই আন্তালিয়ায় বিশ্বকাপের স্টেজ ওয়ানে খেলেছেন রোমান সানারা।
বিজ্ঞাপন
এখানে যাচ্ছে চারজনের দল। ছেলেদের তিনজন—রোমান সানা, আব্দুল হাকিম ও আব্দুর রহমান। আর মেয়েদের মধ্যে শুধু দিয়া সিদ্দিকী। মোট ৩৯টি দেশ অংশ নেবে এই বিশ্বকাপে।