ক্রীড়া প্রতিবেদক : এএইচএফ কাপের পর এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালেও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ওমান। এএইচএফ কাপ থেকে শুরু করে গতকাল থাইল্যান্ডের বিপক্ষে এশিয়ান গেমস বাছাইয়ের সেমিফাইনালে টানা দশম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এদিন ৪-১ গোলের ফাইনাল নিশ্চিত করেছেন আশরাফুল ইসলামরা।
ব্যাঙ্ককে স্বাগতিকরাই অবশ্য এগিয়ে গিয়েছিল শুরুতে।
বিজ্ঞাপন
তৃতীয় কোয়ার্টারে শুরুতে আশরাফুলের গোলেই আবার ব্যবধান বাড়ানো, এবার পেনাল্টি কর্নার থেকে। থাইদের ম্যাচে ফেরার কোনো সুযোগ না দিয়ে শেষ কোয়ার্টারে রাকিবুল ইসলাম করেছেন দলের চতুর্থ গোলটি। ওমানের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটি। ওমান কাল সেমিফাইনালে ইন্দোনেশিয়াকে হারিয়েছে ২-০ গোলে। দুই দলের এএইচএফ কাপের ফাইনালটি টাইব্রেকে গড়িয়েছিল। বাংলাদেশ জেতে ৫-৩ ব্যবধানে।