বায়ার্ন মিউনিখের হয়ে গতকালই কি শেষ ম্যাচ খেললেন রবার্ত লেভানদোস্কি? চুক্তির মাত্র এক বছর বাকি থাকায় এর আগেই বার্সেলোনায় যেতে চান তিনি। এমন গুঞ্জনের মধ্যে গতকাল বুন্দেসলিগায় মৌসুমের শেষ ম্যাচটি খেললেন লেভানদোস্কি। উলফসবুর্গের বিপক্ষে বিরতির আগে লক্ষ্যভেদও করেছেন একবার। আগেই লিগ নিশ্চিত করে ফেলা বায়ার্ন মিউনিখ এগিয়ে ছিল ২-১ গোলে।
বিজ্ঞাপন