kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

গোলে শেষ লেভানদোস্কির

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগোলে শেষ লেভানদোস্কির

বায়ার্ন মিউনিখের হয়ে গতকালই কি শেষ ম্যাচ খেললেন রবার্ত লেভানদোস্কি? চুক্তির মাত্র এক বছর বাকি থাকায় এর আগেই বার্সেলোনায় যেতে চান তিনি। এমন গুঞ্জনের মধ্যে গতকাল বুন্দেসলিগায় মৌসুমের শেষ ম্যাচটি খেললেন লেভানদোস্কি। উলফসবুর্গের বিপক্ষে বিরতির আগে লক্ষ্যভেদও করেছেন একবার। আগেই লিগ নিশ্চিত করে ফেলা বায়ার্ন মিউনিখ এগিয়ে ছিল ২-১ গোলে।

বিজ্ঞাপন

এই মৌসুমে এটা লিগে ৩৫তম গোল লেভার, তাতে উজ্জ্বল হয়েছে ইউরোপিয়ান গোল্ডেন শু জেতার সম্ভাবনা। ইএসপিএন

 সাতদিনের সেরা