kalerkantho

বৃহস্পতিবার ।  ২৬ মে ২০২২ । ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৪ শাওয়াল ১৪৪

১৪০ মিলিয়ন ইউরো ক্ষতিও মানল বার্সা

১৪ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১৪০ মিলিয়ন ইউরো ক্ষতিও মানল বার্সা

লিভারপুলে আলো ছড়াচ্ছিলেন তিনি। তাই ফিলিপে কৌতিনিয়োকে ১৬০ মিলিয়ন ইউরোয় কিনে নতুন স্বপ্ন দেখছিল বার্সেলোনা। কিন্তু ইংল্যান্ড ছেড়ে স্পেনে পাড়ি জমানো এই ব্রাজিলিয়ান হয়ে ওঠেন নিজের ছায়া। একেই হারান ফর্ম, তার সঙ্গে উচ্চ বেতনের জন্য ‘গলার কাঁটা’ বনে যাওয়া কৌতিনিয়োকে প্রথমে বায়ার্ন এরপর ধারে পাঠানো হয় অ্যাস্টন ভিলায়।

বিজ্ঞাপন

গত জানুয়ারিতে আবারও ইংল্যান্ডে এসে ফিরেও পান নিজেকে। তাই পাকাপাকিভাবে তাঁকে কিনে নিল ভিলা। তাও মাত্র ২০ মিলিয়ন ইউরোয়! আর্থিক অনটনে উচ্চ বেতন দেওয়া সম্ভব নয় বলেই ১৪০ মিলিয়ন ইউরো ক্ষতিও মেনে নিয়েছে কাতালানরা। ভিলায় এসে লিগে চারটি গোল আর তিনটি অ্যাসিস্ট করা এই ব্রাজিলিয়ানের চুক্তি ২০২৬ পর্যন্ত। এর মধ্যে তাঁকে বিক্রি করলে ট্রান্সফারের ৫০ শতাংশ দিতে হবে বার্সাকে।

এদিকে রবার্ত লেভানদোস্কি আর বায়ার্ন মিউনিখে থাকতে চান না বলে জানিয়েছে দ্য বিল্ড। আগামী বছর পর্যন্ত চুক্তি থাকলেও এই মৌসুমে তিনি ছাড়তে চান ক্লাব। আর লেভার প্রথম পছন্দ বার্সেলোনা! ইএসপিএনসাতদিনের সেরা