kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

জাতীয় উশু

২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : জাতীয় উশুর তাউলু (প্রদর্শনীমূলক) ইভেন্টে সোনা জিতেছেন ফাতেমা খাতুন, রাবিনা আক্তার ও মর্জিনা আক্তার। ফাতেমা ও রাবিনা সেনাবাহিনীর। আনসারের খেলোয়াড় মর্জিনা। গত এসএ গেমসে রুপা জেতা মর্জিনা জাতীয় আসরে কাল সোনা জিতেছেন নানচুয়ান ইভেন্টে।

বিজ্ঞাপন

তাউলুর দাওসু ইভেন্টে সোনা রাবিনার। ওদিকে ফাতেমা জিতেছেন মেয়েদের চাং-চুয়ানে। কাল ছেলেদের নান-চুয়ানে যৌথভাবে সোনা জিতেছেন বিকেএসপির আব্দুল্লাহ আল সাদিক ও আনসারের শাহাদাত হোসেন। সানদা (মুখোমুখি লড়াই) বিভাগের কোনোটিতেই এখনো সোনার নিষ্পত্তি হয়নি।

দুই বিভাগের মোট ৩৯ ইভেন্টে প্রতিযোগিতা হচ্ছে এই আসরে। ৩৪টি দলের হয়ে অংশ নিচ্ছেন চার শর অধিক খেলোয়াড়।সাতদিনের সেরা