বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের শিরোপা জিতেছে পার্থ স্কর্চার্স। গতকালের ফাইনালে তারা সিডনিকে হারিয়েছে ৭৯ রানে। অস্ট্রেলিয়ার ঘরোয়া এই আসরে এটা পার্থের চতুর্থ শিরোপা। মেলবোর্নের ম্যাচে লরি ইভানসের ৪১ বলে ৭৬* রানের টর্নেডোতে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পার্থ।
বিজ্ঞাপন