kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

শেষ শটে জেতালেন সালাহ

২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশেষ শটে জেতালেন সালাহ

মিসর-আইভরি কোস্টের ম্যাচটি অতিরিক্ত সময় শেষেও গোলশূন্য থাকে। মোহামেদ সালাহর মতো ফিনিশার মাঠে থাকার পরও ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। তবে সেখানে সালাহর নেওয়া সর্বশেষ শট থেকে করা গোলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হয়েছে মিসরের।

৫-৪ ব্যবধানে জয় মিসরের।

বিজ্ঞাপন

আইভরি কোস্টের একমাত্র শটটি মিস করেছেন  ডিফেন্ডার এরিক বেইলি। পরশু শেষ ষোলোর অন্য ম্যাচে ইকুয়াটোরিয়াল গিনিও টাইব্রেকারে হারিয়েছে মালিকে। গোলশূন্য সমতা শেষে শ্যুট আউটে ৬-৫ ব্যবধানে জয় গিনির। এএফপি

 সাতদিনের সেরা