নিশ্চিত হয়ে গেছে বিশ্বকাপ। ব্রাজিলে নেই নেইমার, আর্জেন্টিনায় লিওনেল মেসি। তবু আজ লাতিন অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে ‘ক্ষুধার্ত’ ব্রাজিল ও আর্জেন্টিনা। অপরাজিত থাকার চ্যালেঞ্জ দুই দলেরই।
বিজ্ঞাপন
ইকুয়েডরের কুইতোয় রদ্রিগো পাজ দেলগাদো স্টেডিয়ামে খেলার চ্যালেঞ্জটা অবশ্য সহজ হবে না ব্রাজিলের। সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ৭০০ মিটার উঁচু স্টেডিয়ামটিতে সর্বশেষ চার ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে স্বাগতিকরা। তবে ইকুয়েডরের বিপক্ষে টানা ১২ ম্যাচে হারেনি ব্রাজিল। ভিনিসিয়ুস ৯ ম্যাচে গোল পাননি ব্রাজিলের হয়ে। আজ তাঁরও পরীক্ষা। তেমনি চিলির বিপক্ষে পরীক্ষা আর্জেন্টিনার ফরোয়ার্ড পাউলো দিবালার। ৩১ ম্যাচে মাত্র দুই গোল করা দিবালার নিজেকে প্রমাণের সুযোগ আজ। ইএসপিএন