ক্রীড়া প্রতিবেদক : শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডেরও হোম ভেন্যু হয়ে গেল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। আসন্ন প্রিমিয়ার লিগে তারা নিজেদের হোম ম্যাচগুলো খেলবে হাজার কোটি টাকায় নির্মিত আধুনিক ক্রীড়া কমপ্লেক্সের মাঠে।
প্রথমে শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্মকর্তাদের ভাবনায় ছিল সিলেট ও গোপালগঞ্জের কথা। কিন্তু তাঁদের দুশ্চিন্তামুক্ত করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
বিজ্ঞাপন
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর বলেছেন, ‘এখন দেশের সর্বাধুনিক মাঠে ফুটবল লিগ খেলবে আমাদের ক্লাব দলটি। আশা করি, তাদের খেলার মান আরো বাড়বে এবং নতুন সাফল্য উপহার দিয়ে শেখ রাসেল ক্লাবকে তারা নিয়ে যাবে নতুন উচ্চতায়। ’
বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের মাঠ এবং এর আধুনিক সুযোগ-সুবিধা দেখে ফুটবল লিগের ভেন্যু হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রথমে এটি ছিল শুধু বসুন্ধরা কিংসের হোম ভেন্যু। গতকাল এর সঙ্গে যোগ হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এ জন্য শেখ রাসেলের ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আখন্দ লাভলু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের প্রতি, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স স্থায়ীভাবে ব্যবহারের অনুমতি দেওয়ায় তাঁর প্রতি আমাদের ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মাঠে শেখ রাসেলের প্র্যাকটিস ও খেলা দুই-ই চলবে। ’