ক্রীড়া প্রতিবেদক : আগামী মাসে সিঙ্গাপুরে হবে ভারোত্তোলনের কমনওয়েলথ গেমস বাছাই। সেই বাছাইয়ে অংশ নিতে কাল ঢাকায় হয়েছে ট্রায়াল। তবে সেই ট্রায়ালে অংশ না নিয়েও বাছাইয়ের দলে সুযোগ পেয়েছেন মাবিয়া আক্তার।
টানা দুটি এসএ গেমসে সোনাজয়ী এই ভারোত্তোলক করোনায় আক্রান্ত হয়েছিলেন।
বিজ্ঞাপন