প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। কেপ টাউনে ৪ রানের জয়ে ভারতকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশই করলো প্রোটিয়ারা। তৃতীয় ওয়ানডেতে কুইন্টন ডি ককের ১২৪ রানের কার্যকর শতরানে প্রোটিয়াদের করা ২৮৭ রান তাড়া করে দীপক চাহার, শিখর ধাওয়ান ও বিরাট কোহলির হাফসেঞ্চুরির পরও ১০ উইকেটে ২৮৩ রান করেছে ভারত। ক্রিকইনফো
বিজ্ঞাপন