চার বছর পর মেগা নিলাম হতে চলেছে আইপিএলের। ১২ ও ১৩ ফেব্রুয়ারি হতে যাওয়া ১০ দলের এবারের নিলামে সবচেয়ে দামি ভিত্তিমূল্য দুই কোটি রুপির ৪৯ ক্রিকেটারের তালিকায় দুজন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। কোনো দল তাঁদের কিনতে চাইলে অন্তত দুই কোটি রুপি থেকে ডাক শুরু করতে হবে। ডেভিড ওয়ার্নার, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্টরাও আছেন এই তালিকায়।
বিজ্ঞাপন
সর্বশেষ নিলামে সাকিবকে তিন কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স আর মুস্তাফিজকে এক কোটি রুপিতে রাজস্থান রয়ালস। এই দুজনসহ ৯ জন বাংলাদেশি রয়েছেন এবারের নিলামে। ১২১৪ জন ক্রিকেটারের তালিকা পাঠানো হয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজির কাছে। এর আগেই পাঞ্জাব থেকে ১৭ কোটি রুপিতে নতুন দল লখনৌ কিনেছে লোকেশ রাহুলকে। আহমেদাবাদ ১৫ কোটি রুপিতে কিনেছে আফগান লেগি রশিদ খানকে। পিটিআই