ক্রীড়া প্রতিবেদক : টানা তিন জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে গেছে ইংল্যান্ড। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাদের সঙ্গী হতে আরব আমিরাতকে হারাতেই হবে বাংলাদেশের। বাঁচা-মরার সেই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইউএইকে। যুবাদের দুরন্ত বোলিংয়ে আলিশান শারাফুর দল অলআউট ১৪৮ রানে।
বিজ্ঞাপন
বল হাতে আশিকুর জামান দুর্দান্ত শুরুই এনে দেন বাংলাদেশকে। আরব আমিরাতের দুই ওপেনারকে ফেরান নিজের করা দ্বিতীয় ওভারে। সুরিয়া সাতীশ ৯ বলে ২ ও কাই স্মিথ ফেরেন ৭ বলে ২ রানে। তৃতীয় উইকেটে ৪৪ রানের জুটিতে ধাক্কাটা কাটান অধিনায়ক আলিশান শারাফু ও ধ্রুব প্রসার। ৬৩ বলে ২৩ করা শারাফুকে উইকেটের পেছনে মোহাম্মদ ফাহিমের তালুবন্দি করে জুটিটা ভাঙেন তানজিম হাসান সাকিব। প্রথম ৭০ বল খেলে করেছিলেন ২৯ রান। তাঁর ইনিংসটি শেষ হয় ৮২ বলে ৩৩ রানে। এরপর পুনিয়া মেহেরা খেলেন ৬৪ বলে ৪৩ রানের ইনিংস। রিপন মন্ডলের উইকেট তিনটি। দুটি করে উইকেট আশিকুর জামান ও তানজিম হাসান সাকিবের।