kalerkantho

বৃহস্পতিবার ।  ২৬ মে ২০২২ । ১২ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৪ শাওয়াল ১৪৪

এশিয়াডে পদকের আশায় শ্যুটিং

২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএশিয়াডে পদকের আশায় শ্যুটিং

এ বছরেরই শেষ দিকে এশিয়ান গেমস। বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন কাল জায়ের রেজাইয়ের সঙ্গে এক বছরের আনুষ্ঠানিক চুক্তি সই করেছে। সেটি ২০২৪ অলিম্পিক পর্যন্ত বাড়ানোর আশা দুই পক্ষেরই। পদ্মা ব্যাংক কোচের যাবতীয় খরচ বহন করছে। মাসে সাড়ে ছয় হাজার ইউরো বেতন পাবেন রেজাই।

ক্রীড়া প্রতিবেদক : রাইফেলের নতুন কোচকে ঘিরে এশিয়ান গেমসে পদকের আশা করছে শ্যুটিং। ইরানি কোচ জায়ের রেজাই প্রতিশ্রুতি দিয়েছেন সেই লড়াইয়ের, ‘ফেডারেশন, স্পন্সর, শ্যুটার, কোচ—সবাই এক লক্ষ্যে কাজ করলে অনেক কিছুই সম্ভব। গত অলিম্পিকেই ইরান তাদের শ্যুটিংয়ের ইতিহাসের প্রথম সোনা জিতেছে। বাংলাদেশে আমি তার চেয়ে বেশি সম্ভাবনা দেখি।

বিজ্ঞাপন

এশিয়াডে পদক কেন নয়। আমরা অবশ্যই লড়াই করব। ’

এ বছরেরই শেষ দিকে এশিয়ান গেমস। বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন কাল জায়ের রেজাইয়ের সঙ্গে এক বছরের আনুষ্ঠানিক চুক্তি সই করেছে। সেটি ২০২৪ অলিম্পিক পর্যন্ত বাড়ানোর আশা দুই পক্ষেরই। পদ্মা ব্যাংক কোচের যাবতীয় খরচ বহন করছে। মাসে সাড়ে ছয় হাজার ইউরো বেতন পাবেন রেজাই। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা উপলক্ষে তাঁর বিদেশ ভ্রমণের খরচও দেবে তারা। ব্যাংকটির পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন চুক্তি সই করেছেন। শ্যুটিং ফেডারেশনের পক্ষে ছিলেন সভাপতি লে. জেনারেল আতাউল হাকিম সারোয়ার হাসান।

রেজাই এর আগে ইরান দলের সঙ্গে লম্বা সময় কাটিয়েছেন। ইরানের মূল কোচ ছিলেন আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতনামা লাজলু শুসাক। তাঁর সঙ্গে টানা আট বছর কাজ করার অভিজ্ঞতা রেজাইয়ের। এরপর মূল কোচ হিসেবেই দায়িত্বে ছিলেন শেষ দুই বছর। রেজাইয়ের কোচিংয়ে এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে সোনাসহ অনেকগুলো আন্তর্জাতিক পদক জিতেছেন ইরানি শ্যুটাররা, পেয়েছেন দুটি অলিম্পিক কোটা। এবার বাংলাদেশি শ্যুটারদের নিয়ে নতুন চ্যালেঞ্জ তাঁর। এশিয়ান গেমসকেই প্রথম বড় লক্ষ্য ধরছেন তিনি।

অবশ্য এবারের এশিয়াডে শ্যুটিং ইভেন্টটাই থাকবে কি না, তা নিয়ে কাল সংশয়ের কথা জানিয়েছেন ফেডারেশনের মহাসচিব ইন্তিখাবুল হামিদ, ‘সংশয়টা হচ্ছে, কারণ আয়োজকরা এখনো শ্যুটিং নিয়ে কোনো কাজ করছে না। কমনওয়েলথ গেমস থেকে শ্যুটিং বাদ পড়ায় এখন এই আশঙ্কাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ’ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আন্তর্জাতিক মিডিয়া থেকে এখনো পর্যন্ত অবশ্য এমন কিছু জানা যায়নি।সাতদিনের সেরা