kalerkantho

মঙ্গলবার ।  ১৭ মে ২০২২ । ৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৫ শাওয়াল ১৪৪৩  

তাসকিনদের কোচ হতে চান টেইট

২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : এর আগে খেলোয়াড় হিসেবে বিপিএলে অংশ নেওয়া শন টেইট এবার এসেছেন বোলিং কোচের ভূমিকায়। ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুতগতির এই ফাস্ট বোলার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে কাজ করতে এসে চোখ রাখলেন বাংলাদেশ দলের শূন্য পদেও। চুক্তি নবায়ন না করা ওটিস গিবসনের জায়গায় তাসকিন আহমেদ-এবাদত হোসেনদের ফাস্ট বোলিং কোচ হতে চান এই অস্ট্রেলিয়ান। কাল চ্যালেঞ্জার্স শিবিরের পাঠানো এক ভিডিও বার্তায় নিজের আগ্রহের জানানই দিলেন টেইট, ‘আমি অবশ্যই আগ্রহী।

বিজ্ঞাপন

কাকে বেছে নেবে, সে জন্য তাদের (বিসিবি) হাতে অবশ্য সময় আছে। তবে দায়িত্বটি পেলে আমার জন্য তা দারুণ ব্যাপারই হবে। ’ ২০১৯ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে কাজ করতে এসেই বাংলাদেশের ফাস্ট বোলিং কোচের চাকরিটা জুটেছিল গিবসনের। টেইটের ক্ষেত্রেও কি তা-ই হবে?সাতদিনের সেরা