ভারতে মেয়েদের টেনিসের অগ্রদূত তিনি। দ্বৈত র্যাংকিংয়ে শীর্ষে ছিলেন ৯১ সপ্তাহ। জিতেছেন ছয়টি গ্র্যান্ড স্লামও। তবে বয়স ৩৫ বছর পেরিয়ে যাওয়ায় ছন্দ হারিয়েছেন সানিয়া মির্জা।
বিজ্ঞাপন
এর পরই সানিয়ার সিদ্ধান্ত, যথেষ্ট হয়েছে। এই মৌসুম শেষেই টেনিস র্যাকেট তুলে রাখার কথা জানালেন সংবাদ সম্মেলনে, ‘সিদ্ধান্ত নিয়েছি কোর্টে এটাই আমার শেষ মৌসুম। প্রতি সপ্তাহ ধরে এগোতে চাই। নিশ্চিত নই পুরো মৌসুম খেলতে পারব কি না, তবে চেষ্টা করব। ’
এদিকে ছেলেদের এককে দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে রাফায়েল নাদাল। র্যাংকিংয়ে ১২৬ নম্বরে থাকা ইয়ানিক হানফম্যানকে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। এরপর আরো ভালো করার প্রত্যয় নাদালের কণ্ঠে, ‘কোর্টে যতই সময় কাটাচ্ছি, ভালো করার সুযোগ ততই বাড়ছে। ’ মেয়েদের এককে হেরে গেছেন অলিম্পিক এককে সোনাজয়ী বেলিন্দা বেনচিচ। যুক্তরাষ্ট্রের অবাছাই আমান্ডা আনিসিমোভা ৬-২, ৭-৫ গেমে হারিয়েছেন সুইজারল্যান্ডের এই তারকাকে। সহজ জয়ে তৃতীয় রাউন্ডে নাওমি ওসাকা, ভিক্তোরিয়া আজারেঙ্কা, মেডিসন কায়েস ও র্যাংকিংয়ে শীর্ষে থাকা অ্যাশলি বার্টি। পিটিআই