ক্রীড়া প্রতিবেদক : দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এর মধ্যেই আগামীকাল থেকে শুরু হওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিদের নানা আয়োজনে ব্যাপক জনসমাগম ঝুঁকিও উন্মুক্ত করে রাখছে। যে জন্য আরো বেশি সচেতনতার দাবিও জানাতে শোনা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে।
এর মধ্যে আবার বিপিএলের খেলোয়াড় এবং সম্পৃক্ত একাধিক ব্যক্তিও করোনা পজিটিভ হয়েছেন।
বিজ্ঞাপন
কিছুটা শিথিল এই পরিবেশের মধ্যেই ক্রিকেটাররা যে যাঁর মতো করে বিপিএল মাত করার প্রস্তুতি নিচ্ছেন। এখানে শীর্ষ তারকা ও তরুণ-উদীয়মানদের মধ্যে আছেন জাতীয় দল থেকে বাদ পড়ে ফেরার লড়াইয়ে থাকা ইমরুল কায়েস ও সাব্বির রহমানরাও। এঁদের মধ্যে প্রথমজনের নেতৃত্বে ২০১৯ বিপিএল জেতা কুমিল্লা ভিক্টোরিয়ানস এবারও তাঁকেই করেছে অধিনায়ক। সেই আসরে রাজশাহী কিংসের কোচ ল্যান্স ক্লুজনার এবার দায়িত্ব নিয়েছেন খুলনা টাইগার্সের। যে দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে কাল বিকেলে দারুণ স্তুতিই শোনা গেল ‘জুলু’ খ্যাত দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারের কণ্ঠে, ‘বাংলাদেশের সবচেয়ে স্মার্ট ক্রিকেট-মস্তিষ্ক ও সবচেয়ে কঠিন মানসিকতার ক্রিকেটার। ওর সঙ্গে কাজ করতে আমি মুখিয়ে আছি। ’