অস্ট্রেলিয়ান ওপেনে ফেরাটা জয়ে উদযাপন করলেন অ্যান্ডি মারে। ২০১৯ সালের পর মেলবোর্ন পার্কে প্রথম ম্যাচে পাঁচ সেটের থ্রিলারে তিনি হারিয়েছেন ২১তম বাছাই নিকোলোজ বাসিলাশভিলিকে। ২০১৭ সালের পর অস্ট্রেলিয়ার আসরে এটা প্রথম জয় স্কটিশ তারকার। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আন্দ্রে রুবলেভ, দানিল মেদভেদেভ, গারবিনে মুগুরুজা এবং আরিয়ানা সাবালেঙ্কাও।
বিজ্ঞাপন