রোহিত শর্মা, ঋষভ পান্ট, লোকেশ রাহুল নাকি রবিচন্দ্রন অশ্বিন? ভারতের নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন কে? এই প্রশ্নের উত্তর যা-ই হোক না কেন বিরাট কোহলি মুকুটহীন নেতা থাকবেন বলে মনে করছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ, ‘অধিনায়ক না থাকলেও বিরাট আমাদের দলের নেতা থাকবে। ভারতীয় ক্রিকেটে একটা বড় পরিবর্তন এনেছে। ’
এদিকে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলার জন্য কোহলিকে মানসিকভাবে তৈরি হওয়ার পরামর্শ দিলেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব, ‘হয়তো নেতৃত্বটা উপভোগ করছিল না কোহলি। নিজের অহমকে একপাশে সরিয়ে রেখে তরুণ কারো নেতৃত্বে খেলার মানসিকতা গড়ে তুলতে হবে কোহলিকে।
বিজ্ঞাপন