kalerkantho

বুধবার ।  ২৫ মে ২০২২ । ১১ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৩ শাওয়াল ১৪৪৩  

কোহলির চেয়ারে পান্টকে চান গাভাস্কার

১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতের নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন কে? সম্ভাবনায় এগিয়ে রোহিত শর্মা। তবে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার চান আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্টকে, ‘এমন একজনকে অধিনায়ক করা উচিত যে তিন ফরম্যাটেই খেলে। আমাকে বললে আমি পান্টের নাম নেব। নরি কন্ট্রাক্টর চোট পাওয়ার পর মাত্র ২১ বছর বয়সে অধিনায়ক করা হয় মনসুর আলী খান পতৌদিকে।

বিজ্ঞাপন

এরপর পতৌদি কী করেছেন সবাই জানে। দিল্লির হয়ে পান্ট দেখিয়েছে, অধিনায়ক হিসেবেও সে সফল। ’

বিরাট কোহলির সিদ্ধান্ত নিয়ে শচীন টেন্ডুলকারের টুইট, ‘তুমি সব সময় দলের জন্য ১০০ শতাংশ দিয়েছ আর দিয়েও যাবে। ’ ভিভ রিচার্ডসের শুভ কামনা, ‘সফলতম অধিনায়কদের মধ্যে তোমার নাম থাকবে। ’ ১৬ ঘণ্টা পর রোহিত শর্মার প্রতিক্রিয়া, ‘বিস্মিত! ভারত অধিনায়ক হিসেবে সাফল্যের জন্য অভিনন্দন। ’ পিটিআইসাতদিনের সেরা