আবারও বাজে ব্যাটিংয়ে ভরাডুবি হলো ইংল্যান্ডের। হোবার্টে পঞ্চম টেস্টে তিন দিনেই জো রুটের দলকে ১৪৬ রানে হারিয়ে ৪-০ ব্যবধানে অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া। জয়ের জন্য ২৭১ রান তাড়া করতে নেমে প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, স্কট বোলান্ড, মিচেল স্টার্ক—অস্ট্রেলিয়ার পেস চতুষ্টয়ের বোলিং তোপে ১২৪ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড! সফরকারীরা শেষ ৫৬ রানে হারিয়েছে ১০ উইকেট।
শুরুটা একেবারে খারাপ ছিল না ইংল্যান্ডের।
বিজ্ঞাপন
চিরপ্রতিদ্বন্দ্বীদের দুরমুশ করে উচ্ছ্বাসে ভাসছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, ‘অনেক ইতিবাচকতা নিয়ে পাঁচ টেস্টের সিরিজ শেষ করলাম আমরা। ৪-০ ব্যবধানে জেতাটা বিশাল কিছু। আমি উচ্ছ্বসিত। ’ ওদিকে ব্যর্থতার কোনো অজুহাত না দিয়ে ভাগ্য বদলানোর আরেকটি সুযোগ চান ইংলিশ অধিনায়ক জো রুট, ‘আমাদের পারফরম্যান্স ও ফোকাস একদম ভালো ছিল না। তবে আমি সব কিছু ঘুরিয়ে দেওয়ার আরেকটা সুযোগ চাই। ’ ক্রিকইনফো