ক্রীড়া প্রতিবেদক : ২০২০ সালের মার্চে হওয়ার কথা ছিল এশিয়ান ট্যুর টুর্নামেন্ট বঙ্গবন্ধু ওপেন। করোনার হানায় সেই টুর্নামেন্টটি স্থগিত হয়। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত কোনো ধরনের টুর্নামেন্টই হয়নি। পরিস্থিতির উন্নতি হলে গলফে ঘরোয়া টুর্নামেন্ট ফিরেছে।
বিজ্ঞাপন
এশিয়ান ট্যুরের সূচি যদিও এখনো চূড়ান্ত হয়নি, তবে মার্চে চট্টগ্রামে হতে যাচ্ছে ভারতীয় ট্যুরের (পিজিটিআই) আসর বঙ্গবন্ধু চট্টগ্রাম ওপেন। পিজিটিআই ট্যুরের যতগুলো টুর্নামেন্ট হয়েছে বাংলাদেশে তার মধ্যে সবচেয়ে বেশি প্রাইজ মানি থাকছে এ আসরে—৬৫ হাজার মার্কিন ডলার। পৃষ্ঠপোষকতা করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। স্থগিত এশিয়ান টুর্নামেন্টটি এই সময়েই করার প্রাথমিক সিদ্ধান্ত ছিল। তবে ওমিক্রনের সংক্রমণ বাড়ায় চার লাখ ডলারের আসরটি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। এ বছরের শেষ দিকে হতে পারে সেটি। কয়েকটি দেশে এশিয়ান ট্যুর ফিরেছে। সিদ্দিকুর রহমান যেমন এই মুহূর্তে সিঙ্গাপুর ইন্টারন্যাশনালে খেলছেন। তিন রাউন্ডে ৬ ওভার পার খেলে ১৯তম স্থানে আছেন।