হোবার্টে দ্বিতীয় দিনে উইকেট পতনের মিছিল। একে একে দুই দলের ১৭ উইকেট নিয়েছেন এদিন বোলাররা। অস্ট্রেলিয়া ৩০৩ রানে অল আউট হয়ে এদিন ইংল্যান্ডকে গুটিয়ে দিয়েছে ১৮৮ রানে। পরে আবার ব্যাটিংয়ে নেমে ৩৭ রানে তারাও হারিয়েছে ৩ উইকেট।
বিজ্ঞাপন
দ্বিতীয় ইনিংসে, তাতেও এখন ১৫২ রানের লিড স্বাগতিকদের। ক্রিজে স্টিভেন স্মিথ ১৭ এবং নাইটওয়াচম্যান স্কট বোলান্ড ৩ রানে অপরাজিত। ডেভিড ওয়ার্নার আবার শূন্য রানে ফিরেছেন। ইনফর্ম উসমান খাজা ১১ ও মার্নাস লাবুশানে আউট হয়েছেন ৫ রানে। এর আগে প্যাট কামিন্স ও মাইকেল স্টার্ক মিলেই তুলে নিয়েছিলেন ইংল্যান্ডের ৭ উইকেট। ব্যাটিংয়ে সর্বোচ্চ ক্রিস ওকসের ৩৬। ৩৪ রান করেছেন জো রুট। ক্রিকইনফো