কেভিন ডি ব্রুইনের একমাত্র গোলে চেলসিকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে ম্যাচের ৭০ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেছেন বেলজিয়ান তারকা। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা চেলসির সঙ্গে ব্যবধান আরো বাড়িয়েছে সিটি, সেটা এখন ১৩ পয়েন্ট। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা।
বিজ্ঞাপন