নোভাক জোকোভিচ বিতর্কের কালো ছায়া অস্ট্রেলিয়ান ওপেনে। টুর্নামেন্ট শুরুর ৪৮ ঘণ্টা আগে গতকাল আটক করা হয়েছে ২০ গ্র্যান্ড স্লাম জয়ী এই কিংবদন্তিকে। বছরের প্রথম গ্র্যান্ড স্লামে এই সার্বিয়ানের খেলাটা তাই অনিশ্চিত, যা বাড়তি সুবিধা দেবে রাফায়েল নাদালকে। এবার চ্যাম্পিয়ন হলে প্রথম খেলোয়াড় হিসেবে ২১টি গ্র্যান্ড স্লাম জিতবেন তিনি।
বিজ্ঞাপন
দ্বিতীয় দফা ভিসা বাতিলের বিপক্ষে আপিল করেছেন জোকোভিচ, যার শুনানি অনুষ্ঠিত হবে আজ। ফেডারেল কোর্ট অব অস্ট্রেলিয়ার তিন বিচারকের সামনে যুক্তিতর্ক উপস্থাপন করবে দুই পক্ষ। এর আগে গতকাল আটক করে পার্ক হোটেলে নেওয়া হয় তাঁকে।
জোকোভিচের দ্বিতীয় দফা ভিসা বাতিল নিয়ে রাজনীতির মারপ্যাঁচ দেখছে বিবিসি। গতকাল এক প্রতিবেদনে বিবিসি লিখেছে, ‘ভোটারদের সামনে সরকারের মুখরক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে জোকোভিচ ইস্যু। নির্বাচনে সরকারের ভাবমূর্তি রক্ষায় যেকোনো কূটনৈতিক সম্পর্কের পতন, বিব্রতকর আন্তর্জাতিক পরিস্থিতি ও জোকোভিচ সমর্থকদের ক্ষোভ সহ্য করতেও প্রস্তুত অস্ট্রেলিয়ার সরকার। ’ এএফপি