kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিওএর শ্রদ্ধা নিবেদন

ক্রীড়া প্রতিবেদক    

১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন কমিটি। বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের (এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি) নেতৃত্বে নির্বাহী কমিটির সদস্যরা আজ সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় কমিটির মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুনসহ  অন্যরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিওএ সভাপতি এস এম শফিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে যেসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল কভিডের কারণে তা সব কিছু করা সম্ভব হয়নি বলে সেটা ২৬ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এমন একটা সময়ে এই কমিটির জন্য দায়িত্ব গ্রহণ একটা বিশেষ তাৎপর্যপূর্ণ।’সাতদিনের সেরা