‘বঙ্গবন্ধু আইএফআইএল প্রথম জাতীয় নারী জেলা ক্লাব কাপ রাগবি সেভেনস’-এ শিরোপা জিতেছে ঠাকুরগাঁও জেলা রাগবি ক্লাব। পল্টন আউটার স্টেডিয়ামে আসরের ফাইনালে ১০-৭ পয়েন্টে হারিয়েছে তারা রংপুর রগার্স রাগবি ক্লাবকে।
খাগড়াছড়ি রাগবি স্কুল ক্লাবকে ২৯-০ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিল ঠাকুরগাঁও ক্লাব। অন্য সেমিতে ঢাকার ফ্লেইম গার্লস রাগবি ক্লাবকে ৩৩-০ পয়েন্টে হারায় রংপুর রগার্স।
বিজ্ঞাপন